শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৭:১৭

দ্বিতীয় দফায় বৃক্ষমানবের অস্ত্রোপচার

দ্বিতীয় দফায় বৃক্ষমানবের অস্ত্রোপচার

ঢাকা : দ্বিতীয় দফায় বৃক্ষমানব আবুল বাজনদারের ডান হাতের কবজির ওপরের দিকে এবং হাতের তালুতে অস্ত্রোপচার করা হয়েছে।  শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এর আগে গত শনিবার বৃক্ষমানবের ডান হাতের পাঁচটি আঙ্গুলে অস্ত্রোপচার করা হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে দুপুর সোয়া ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আবুল বাজনদারের দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচার শেষে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম সাংবাদিকদের বলেন, আবুল বাজনদারের চিকিৎসায় তাদের ধীরে ধীর এগোতে হচ্ছে।  তার ডান হাতের কবজির ওপরের দিকে এবং তালুতে অস্ত্রোপচার করা হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, আবুল বাজনদারের ১৩ থেকে ১৫টি অস্ত্রোপচার করতে হবে।

আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি হন।  আবুল বাজনদার দারিদ্র্যতার কারণে এতদিন সুচিকিৎসা পাননি।
গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তার ডান হাতটি থেকে শিকড়ের মতো বেড়ে উঠা অংশগুলো অস্ত্রোপচার করে বাদ দেন। আবুল বাজনদার সেরে উঠবেন বলে চিকিৎসকরা আশাবাদী ।

চিকিৎসক আবুল কালাম জানান, আবুলের বায়োপসি পরীক্ষায় ক্যানসারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।  তাকে নিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে