এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. এ আরাফাতের সহযোগী আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন ভূঁইয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আব্বাস উদ্দিনের স্ত্রী নুরুন নাহারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. এ আরাফাতের সহযোগী আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসা করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিধায় অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। সূত্র : বাসস।