মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০০:৪৭

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কলাপাড়া শিবির সভাপতি

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কলাপাড়া শিবির সভাপতি

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া থানা শাখার সভাপতি মো. আবদুল্লাহ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা তুলে ধরেছেন তিনি।

রবিবার (২০ এপ্রিল) তিনি তার পদত্যাগপত্র পটুয়াখালী জেলা ছাত্রশিবির বরাবরে দিয়েছেন। তবে বিষয়টি আজ মঙ্গলবার জানা গেছে।

পদত্যাগপত্রে আবদুল্লাহ উল্লেখ করেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন আগের মতোই থাকবে ইনশাআল্লাহ। তবে দায়িত্ব পালনে অক্ষমতা সংগঠনের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই বোধ থেকেই আমি সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ তিনি আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংগঠন আরো গতিশীল ও ফলপ্রসূ ভূমিকা রাখবে দেশ ও জাতির কল্যাণে।

ভবিষ্যতেও আমি সংগঠনের পাশে থাকার চেষ্টা করব অন্য যেকোনোভাবে।’

পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না পাওয়া গেলেও দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই কলাপাড়া থানা শাখায় নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে