মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১১:৪৬:৪২

এবার আ. লীগের ৩ জনকে ধরে পুলিশে দিলো ছাত্র-জনতা

এবার আ. লীগের ৩ জনকে ধরে পুলিশে দিলো ছাত্র-জনতা

এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ফতুল্লার মুসলিম নগর এলাকার কামালের ছেলে তালহা শেখ (২২), মহিউদ্দিনের ছেলে কামাল (৫৫) ও জামাল (৪৮)।

আটকদের মধ্যে তালহা শেখ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের অনুসারী ছিলেন বলে জানা গেছে। ছাত্র আন্দোলন দমাতে অয়ন ওসমানের নেতৃত্বে তিনি ছাত্র-জনতার ওপরে নির্যাতন চালিয়েছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, স্থানীয়রা তিনজনকে ধরে পুলিশে দিয়েছেন। তারা আওয়ামী লীগের রাজনীতি করতেন কিনা তা এখনো নিশ্চিত নই। বিষয়টির তদন্ত চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে