বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:৩৫:৪০

এবার গ্রেপ্তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের...

এবার গ্রেপ্তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের...

এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ আলী হায়দার রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর রমনা থানার সহায়তায় শ্রীপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল।

জানা যায়, আলী হায়দার রতনের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড়বাড়ি চর গ্রামে। তার পিতার নাম নুরুল ইসলাম। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগনে এবং ওই এলাকার আওয়ামীলীগ নেতা।

এছাড়াও শ্রীপুর থানায় জুলাই আন্দোলনের অন্তত ২টি হত্যা মামলার আসামি আলী হায়দার রতন। তিনি দীর্ঘদিন যাবত ফেরারি অবস্থায় শ্রীপুরের বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন বলে জানা যায়।

এদিকে, ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে নিজ জেলায় পাঠানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে