বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:৪৮:১২

আওয়ামীলীগের নির্বাচন করার অধিকার নেই: সারজিস আলম

আওয়ামীলীগের নির্বাচন করার অধিকার নেই: সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, তাদের নির্বাচন করার অধিকার নেই।

আজ বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কারের আগে নির্বাচন না দেওয়ার দাবি জানান।

সারজিস আলম বলেন, যারা এত বড় গণহত্যা করেছে, তাদের নির্বাচন করার অধিকার নেই।

তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্পর্ধা দেখালে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ারা রুখে দাঁড়াবে। আগামী নির্বাচনের আগে খুনি হাসিনার বিচার দেখতে চান বলে মন্তব্য করেছেন সারজিস। 

খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, ‘অনেকেই খুনি শব্দ মুছে ফেলার চেষ্টা করছে। হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে তাদের বিচার ব্যতীত নির্বাচন নয়।

দেড় হাজারের বেশি শহীদের জীবন এই সরকারের বৈধতা মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘যারা নির্বাচন নির্বাচন করে তাদের চোখ শহীদদের দিকে নয়, ক্ষমতার দিকে। ক্ষমতার দিকে চোখ থাকলেও সামগ্রিক বিচার না হওয়া পর্যন্ত অন্য কিছু চিন্তা ব্যক্তিস্বার্থ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে