এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার মিরপুর ১১ নম্বর সেকশনের এভিনিউ-৫ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামে থাকা মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত সাপেক্ষে কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনাস্থলে প্রচণ্ড ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে আশপাশের এলাকাও সতর্কভাবে পর্যবেক্ষণে রাখা হয়।