শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১১:৫৪

মর্মান্তিক, দুই ছেলের পর মারা গেলেন বাবাও

মর্মান্তিক, দুই ছেলের পর মারা গেলেন বাবাও

ঢাকা : গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে দেড় ঘণ্টার ব্যবধানে বড় ভাইয়ের পর মারা যায় ছোট ভাই।  দুই ছেলের মৃত্যুর পর এবার মারা গেলেন তাদের বাবা প্রকৌশলী শাহনেওয়াজ।  শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।  এমন মৃত্যু খুবই মর্মানিতক।

চিকিৎসকরা জানিয়েছেন, শাহনেওয়াজ (৫০) ও তার স্ত্রী সুমাইয়া বেগমের শরীর ৯৫ শতাংশ দগ্ধ হয়।  তাদের তিন ছেলের মধ্যে দুজন গতকাল শুক্রবারেই মারা গেছে।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির সাততলা ভবনের সপ্তম তলায়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

পারিবারিক সূত্র জানায়, ছয় তলা ভবনের ছাদে আটশ’ বর্গফুটের তিন রুমের এ ফ্ল্যাটে প্রকৌশলী শাহনেওয়াজ ভাড়ায় থাকতেন।  গত ২০ ফেব্রয়ারি এ ফ্লাটে তিনি উঠেন।  নতুন সংসার গোছানো চলছিল।  

শুক্রবার খুব ভোরে তিনি ফজরের নামাজ আদায় করেন। এরপর ১৪ মাসের শিশুপুত্র জায়ানকে কোলে নিয়ে ঘরের মধ্যে পায়চারী করছিলেন।  তার স্ত্রী সুমাইয়া বেগম রান্না ঘরে যান।  পাশাপাশি তার বড় দুই ছেলে শালিল ও জারিফ নিজেদের কক্ষে ঘুমিয়ে ছিল।

গতকাল শুক্রবার ভোরে সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এসময় নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।  

এরা হলেন গৃহকর্তা মো. শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া খানম (৪০), তাদের ছেলে সালিন বিন নেওয়াজ (১৫) ও জারিফ (১০) এবং ১৪ মাস বয়সী ছেলে জারান।

জানা গেছে, শুক্রবার ভোরে সুমাইয়া রান্নাঘরে গিয়ে আগুন দেখে চিৎকার করতে থাকেন।  তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা গেলে তারাও দগ্ধ হন।  সালিন ছোটভাই জারানকে নিয়ে সেখানে গেলে দুজনই দগ্ধ হয়।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে