এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। আর পুলিশ বলছে, গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ হয়েছে।
ঘটনাস্থলে থাকা আজমিরীগঞ্জ থানার এসআই জিয়াউল করিম বলেন, এ দুপক্ষ হরহামেশায় সংঘর্ষে লিপ্ত হয়। এসব ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবারের সংঘর্ষের কারণ জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বিকালে একপক্ষের এক যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় অন্যপক্ষের এক লোকের পাশ দিয়ে ওই যুবক চলে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্রসহ দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়া কয়েকদিন আগে অন্য একটি ইস্যুতে দুপক্ষের লোকদের মধ্যে সালিশি বৈঠক হয়। শুক্রবারের সংঘর্ষে সেই ঘটনারও ইন্ধন রয়েছে।
তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় একপক্ষের ২৫ থেকে ২৭ জন ও অন্যপক্ষের ৩০ থেকে ৩৫ আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।...