শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২:৪৩:৩২

তাপমাত্রা কমবে কবে, জানালো আবহাওয়া অফিস

তাপমাত্রা কমবে কবে, জানালো আবহাওয়া অফিস

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন ধরে চলছে তাপপ্রবাহ। এর মধ্যে কোথাও মৃদু, কোথাও মাঝারী তাপপ্রবাহ বইছে। এতে করে গরম অনেকটা বেড়েছে। বজ্রবৃষ্টি বা কিংবা কালবৈশাখী ঝড় হলে এই তাপপ্রবাহ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানায়, সোমবার (২৮ এপ্রিল) থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।

সোমবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে শনিবারও (২৬ এপ্রিল) রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে