এমটিনিউজ২৪ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ওবাইদুর রহমান নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (২৭ এপ্রিল) সকালে ভারতের চব্বিশ পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে ভারতের পুলিশ।
স্থানীয়রা জানায়, শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে মহেশপুর উপজেলার গোপালপর গ্রামে ৭ থেকে ৮ জন লোক অবৈধভাবে ভারতে যায়। রাত দেড়টার দিকে তারা বিএসএসএফের সামনে পড়ে। তখন বিএসএফ তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তখন তারা পালিয়ে আবারো বাংলাদেশের ভিতরে চলে আসে। কিন্তু ওবাইদুর রহমানসহ দুজনকে বিএসএফ ধরে ফেলে। পরে বিএসএফ তাকে অমানুষিক নির্যাতন করে গুলি করে হত্যা করে।
সকালে ভারতের অভ্যন্তরে মধুপুর নামক স্থানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। মরদেহটি ভারতের বাগদা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। অপর জনের খবর এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কিছুই জানা যায়নি।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা জানান, ‘ভারতের অভ্যন্তরে একজনের মরদেহ পড়ে আছে বলে আমি বিজিবির মাধ্যমে জানতে পেরেছি।’