রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫০:২৩

এবার নতুন আইনে যেভাবে উদ্ধার করা যাবে যদি অবৈধভাবে কেউ জমি দখলে রাখে

এবার নতুন আইনে যেভাবে উদ্ধার করা যাবে যদি অবৈধভাবে কেউ জমি দখলে রাখে

এমটিনিউজ২৪ ডেস্ক : যদি অবৈধভাবে কেউ জমি দখলে রাখে, কিংবা অবৈধ পন্থায় কেউ কারো জমি দখল করে নেয়, তাহলে ভূমির নতুন আইনের ৭ ধারায় অতি দ্রুত সময়ে এই সম্পত্তি রক্ষা করা যাবে। 

আসলে অবৈধ দখল কোনটা? অথবা অবৈধভাবে উচ্ছেদ করা কি সেটা জানতে হবে। এজন্য প্রথমত অবশ্যই সর্বশেষ খতিয়ানে আপনাকে মালিক হতে হবে। কিংবা আপনাকে উত্তরাধিকার সূত্রে মালিক হতে হবে। অথবা আপনাকে দলিল সূত্রে মালিক হতে হবে। কিংবা কোনো আদালতের রায় সূত্রে আপনাকে ঐ জমির মালিক হতে হবে। এই কাগজগুলোর মাধ্যমে যদি আপনি মালিক হন তাহলে আপনি বৈধ দখলদার। আর যদি এর মাধ্যমে আপনি মালিক না হন, অথবা অবৈধ পন্থায় জোরপূর্বক আপনি ক্ষমতায় থাকেন, তাহলে এটাকে ধরা হবে জবরদখল। এক্ষেত্রে আপনার বিরুদ্ধে ভূমির নতুন আইনের ৭ ধারায় মামলা করে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে। 

ফলে যদি দেখা যায় যে, আপনার কোনো জমির আইন সমৃদ্ধ কাগজপত্র আছে, কিন্তু কেউ সেটা জবরদখল করে বসে আছে, সেক্ষেত্রে আপনি ভূমি আইনের ৭ নাম্বার ধারায় তার নামে মামলা করলে তার শাস্তি হবে ২ বছর। 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে