মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১:২১:১৩

এবার বাংলাদেশ থেকে যা আমদানি করতে চায় চীন

এবার বাংলাদেশ থেকে যা আমদানি করতে চায় চীন

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আমের বাগান সোমবার ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি উত্তম কৃষিচর্চার (গ্যাপ) মাধ্যমে চাষ করা আম দেখে মুগ্ধ হয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের এ উদ্যোগের তিনি প্রশংসা করেন। এসব আম তার দেশে আমদানির ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।

চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সুস্বাদু মিষ্টি আম তারা চীনের বাজারে আমদানি করতে চান। তাই বাংলাদেশের নিরাপদ ও সুস্বাদু আমের উত্পাদন কার্যক্রম দেখতে বাগান পরিদর্শনে এসেছেন তিনি।

চলতি বছর তারা বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম চীনের বাজারে আমদানি করতে আগ্রহী।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সুস্বাদু ও সম্ভাবনাময় আম রপ্তানি বৃদ্ধির লক্ষে কৃষি মন্ত্রণালয় নানাবিধ উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। এ লক্ষ্যে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আমের উত্পাদন কার্যক্রম চীনা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরতে বাগান পরিদর্শনের এই উদ্যোগ।

তিনি বলেন, চীন চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে। বাগান পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে চীনের একটি প্রতিনিধি দলের কর্মকর্তারা ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে