বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:১৮:৪১

পুরো কমিশনকেই প্রত্যাখ্যান জামায়াত আমিরের

পুরো কমিশনকেই প্রত্যাখ্যান জামায়াত আমিরের

এমটিনিউজ২৪ ডেস্ক : নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাই নয়, পুরো কমিশনকেই প্রত্যাখ্যান করছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া, আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তৃতা করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘শুধু নারী কমিশনের প্রস্তাব নয়, এই কমিশনকেই আমরা প্রত্যাখ্যান করছি। এরা এত বড় দুঃসাহস কীভাবে দেখাতে পারল, নিশ্চয়ই এদের পেছনে কোনো শক্তি আছে।’

তিনি বলেন, ‘অতীতের সব চক্রান্ত আমরা মোকাবিলা করেছি, এটাও মোকাবিলা করতে পারব।’

তিনি বলেন, ‘এই প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করতে চাইলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে। এ জন্য যদি আমাদের যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করতে চাই।’

খেলাফত মজলিসের আমির বলেন, ‘আমরা নারীদের প্রকৃত ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই। ইসলাম নারীর অগ্রাধিকার, ন্যায্য অধিকারের কথা বলেছে। সে জন্য আমরা বলতে চাই: আপনারা নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন করুন, তাদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেবেন না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে