এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমি এক মাপেই মাপতে চাই।’
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্র ফেরাতেই ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি, চোরাবালিতে আটকে আছে।’
তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্রের পথ পুনরুদ্ধারের জন্য ফ্যাসিবাদী শাসনকে মোকাবিলা করে হাসিনাকে তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। এই অবস্থার পরিবর্তন হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আলোর মুখ দেখবে।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের অপরাধ একটাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণের অধিকার চাই। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবিলা করতে হবে। যদি জনগণ আমাদের প্রত্যাখ্যান করে, তবে মাথা পেতে নেব।’