শনিবার, ০৩ মে, ২০২৫, ০৩:৪৩:৩১

বজ্রপাতের আশঙ্কা যে সাত জেলায়

বজ্রপাতের আশঙ্কা যে সাত জেলায়

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকাসহ দেশের সাত জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া বজ্রপাতের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ বলেন, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

বজ্রপাতের সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়ে তিনি বলেন, বজ্রপাত হলে জানালা ও দরজা বন্ধ রেখে ঘরে থাকা। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা। গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া। কংক্রিটের মেঝ ও দেয়ালে শয়ন বা হেলান না দেওয়া।

বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে রাখা, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। এছাড়া বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকসহ শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে