এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর পুরানা পল্টন এলাকার সাব্বির টাওয়ার নামের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মিনিট দশেক সময়ের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।