রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৫:৩৮

আমি মাইনাস থ্রির শিকার : এরশাদ

আমি মাইনাস থ্রির শিকার : এরশাদ

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এক-এগারোর কুশীলবদের বিচারে বিএনপি-আওয়ামী লীগ এক। মাইনাস টুর ব্যাপারে বিএনপি-আওয়ামী লীগ এক।

তিনি বলেন, ‘মাইনাস থ্রি করা হয়েছিল এ কথা কেউ বলে না। আমি মাইনাস থ্রির শিকার। সে সময় আমি জাতীয় পার্টির চেয়ারম্যান থাকতে পারিনি। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ হয়েছিলেন পার্টির অ্যাকটিং চেয়ারম্যান।’ গতকাল গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এইচ এম এরশাদ বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে দিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন। অর্থাৎ সেদিন ছিল মাইনাস থ্রি। হাসিনাকে কেউ সরায়নি। বেগম খালেদা জিয়াকে কেউ সরায়নি। আমাকে সরানো হয়েছিল। সেদিন আমাদের দলের লোক ষড়যন্ত্র করেছিল।’ বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আমাকে সরিয়ে দিয়ে পার্টির অ্যাকটিং চেয়ারম্যান হয়েছিলেন, তাদের সঙ্গে আপনার হাত মেলানো উচিত নয়।’

গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী ও সুনীল শুভ রায়, কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন বাবুল, মো. আরিফ খান ও নুরুল ইসলাম নুরু। সম্মেলনে আবদুস সাত্তার মিয়াকে সভাপতি ও মো. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেওয়া হয়।

সরকারের অর্জন ম্লান হবে : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, হত্যা-সন্ত্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারলে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাবে।

গতকাল রাজধানীর শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর থানা জাপা আয়োজিত এক কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন। বাবলা বলেন, সরকার একদিকে পদ্মা সেতু, একটার পর একটা ফ্লাইওভার নির্মাণ, বিদ্যুকেন্দ্র স্থাপন, মেট্রোরেলসহ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা করছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে পঞ্চগড়ে পুরোহিত হত্যা, বাহুবলে চার শিশু হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। -বিডি প্রতিদিন

২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে