রবিবার, ০৪ মে, ২০২৫, ০২:১৩:৩৯

বিশেষ আর্থিক অনুদানের সুখবর শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য

বিশেষ আর্থিক অনুদানের সুখবর শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য সরকারের বিশেষ আর্থিক অনুদান কার্যক্রমে আবেদনের শেষ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই অনুদান কর্মসূচির আওতায় দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা, চিকিৎসা ব্যয়, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষাসহায়তার মতো গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুদনের জন্য কোনো হার্ডকপি আবেদন গ্রহণযোগ্য হবে না। আগ্রহীদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন ফরম পূরণ করতে হবে। যেহেতু আবেদনের শেষ তারিখ, তাই এখনো যারা আবেদন করেননি, তাদের দ্রুত অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এই অনুদান কার্যক্রমে প্রতিবন্ধী, অসচ্ছল, অসহায়, মেধাবী এবং অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। এর ফলে সুবিধাবঞ্চিত শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা ব্যয়ে সহায়তা পাবেন এবং শিক্ষক-কর্মচারীরা নিজেদের চিকিৎসা বা দুর্ঘটনাজনিত ব্যয়ের জন্য অর্থনৈতিক সহায়তা গ্রহণ করতে পারবেন।

এই অনুদান দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবকাঠামো মেরামত ও সংস্কার, নতুন আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে পারবে।

আবেদনের সময় প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় সব প্রাসঙ্গিক নথিপত্র অনলাইনে জমা দিতে হবে। নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদান তাদের ব্যাংক হিসাবে এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। এজন্য আবেদনকারীদের সঠিক মোবাইল নম্বর এবং বৈধ পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

২০২৩-২৪ অর্থবছরে যারা এই অনুদান পেয়েছেন, তারা চলতি ২০২৪-২৫ অর্থবছরে এই অনুদানের জন্য বিবেচিত হবেন না বলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে