রবিবার, ০৪ মে, ২০২৫, ০৩:২৫:৫৬

এই সপ্তাহে কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই

এই সপ্তাহে কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশে কয়েকদিন ধরে কোথাও কোথাও বৃষ্টির দেখা মিললেও তাপমাত্রার ওঠানামায় আবহাওয়া অস্বস্তিকর হয়ে উঠছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহে কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মাঝে মাঝে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

শনিবার (৩ মে) ঢাকার ৫টি জেলা, চট্টগ্রামের ৮টি জেলা এবং বরিশালের ২টি জেলায় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে, যেখানে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রা থাকবে ওঠানামার মধ্যে
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এই সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ওঠানামা করবে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। তবে বড় ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই।

তিনি আরও জানান, সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে। আর আগামী সপ্তাহে হালকা বা মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে। তবে সেটি কয়দিন স্থায়ী হবে, তা এখনই বলা যাচ্ছে না।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস
রোববার (৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে:

রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানানো হয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ছিল?
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়—২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এইদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে