মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ০২:৪৬:৩২

জরুরি নির্দেশনা শিক্ষক, কর্মকর্তাদের জন্য

জরুরি নির্দেশনা শিক্ষক, কর্মকর্তাদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, অফিস চলাকালে বাইরে ঘোরাফেরা করতে পারবেন না তারা।

আজ মঙ্গলবার অফিস আদেশে এ নির্দেশনা দেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এতে স্বাক্ষর করেছেন।

বিশ্ববিদ্যালয়ে অফিস চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতেই মূলত এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আদেশে বলা হয়, অফিস চলাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনা কারণে নিজ নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। সেই সঙ্গে যেসব কর্মচারীকে ইতিমধ্যে ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে, তাদের অবশ্যই ইউনিফর্ম ও ব্যাজ পরিধান করে অফিসে অবস্থান করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানদের ছাড়াও আঞ্চলিক কেন্দ্রগুলোকেও বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে