 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ ক্ষেত্রে কোন কর্মকর্তা কত আবেদন নিষ্পত্তি করেছে ১৫ দিন পরপর সেই প্রতিবেদন দাখিলের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
 
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খানের সই করা নির্দেশনাটি এরইমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রতি ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন।
 
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। পরিচালক সামগ্রিক কার্যক্রম মনটরিং এবং প্রতি ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন।
এনআইডি সংশোধনের চার লাখের মতো আবেদন ঝুলে আছে বলে জানা গেছে। আর এসব আবেদন জুনের মধ্যেই নিষ্পত্তি করতে চায় ইসি।