হবিগঞ্জ : এবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- প্রাণ কোম্পানির শ্রমিক আব্দুল মোত্তালিব (২৫), রবিউল ইসলাম (২২), আলমগীর হোসেন (২৬), নাছিম মিয়া (২৭), সুমন মিয়া (২৮) ও শিপন মিয়া (৩০)। গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলার অলিপুরে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা জানায়, অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানির ভিতরে একটি রুমে গ্যাস সিলিন্ডারে কাজ করার সময় হঠাৎ করে এর বিস্ফোরণ ঘটে। এসময় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শ্রমিকরা দগ্ধ হয়েছে। প্রত্যেকের শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস