এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৯ মে) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ মাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
এ ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হচ্ছে।