কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে নিহত হয়েছেন তিন যাত্রী। এর মধ্যে দুই জন পুরুষ একজন নারী। এছাড়া আহত হয়েছেন আরো ১৪ জন।
নিহতরা হলেন- ওমর ফারুক (২৯) ও মাজেদা আক্তার (৬০)। তাদের মধ্যে ওমরের বাড়ি লাকসামে ও মাজেদার বাড়ি চৌদ্দগ্রামের কৃষ্ণপুর গ্রামে। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার ভোর সাড়ে চারটার দিকে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী (চট্টমেট্রো-ব-১৪-২০৮৯) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের উপর উঠে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ১৪ জনের মধ্যে পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আহতরা হলেন- দিনাজপুরের খান সামার জয়নাল আবেদীনের ছেলে নুরুল ইসলাম, বরিশাল রামপালের নোয়াপাড়ার মৃত আবদুল হামিদের ছেলে মো. বাকী, নীলফামারীর রাজাভ্লব রায়ের ছেলে ভূপতি ভূষণ রায়, ঢাকার উত্তরার আবুল হাশেমের ছেলে ইউসুফ, শাহজাদপুরের শাহজাহানের ছেলে মাসুম, ভাড্ডার রিয়াজ।
রামপুরার মিজানুর রহমান, চট্টগ্রামের কাপ্তাইয়ের চন্দ্রঘোণার মফিজুল হক, বেলুবা খাতুন, কুমিল্লার দেবিদ্বারের ঘুনাইগরের লতিফ মুন্সির স্ত্রী রেহানা পারভিন, ছেলে অলি উল্যাহ রাবিব, চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার কৃষ্ণপুর গ্রামের সোহেলের স্ত্রী আলেয়া বেগম ও গাইবান্দা সদরের গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন।
২৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস