এমটিনিউজ২৪ ডেস্ক : আ.লীগ নিষিদ্ধের সমাবেশে মানুষকে ঠান্ডা পানি স্প্রে করছে সিটি করপোরেশন প্রচণ্ড রোদ ও দাবদাহের মধ্যে সমাবেশস্থলে অংশগ্রহণকারীদের স্বস্তি দিতে ঠান্ডা পানি ছিটিয়েছে ঢাকা সিটি করপোরেশন। আন্দোলনকারীরা গরমে অতিষ্ঠ হয়ে উঠলেও, পানি ছিটানোর পর অনেকের মধ্যেই কিছুটা স্বস্তি ফিরে আসে।
আজ ৯ মে (শুক্রবার) আ.লীগ নিষিদ্ধের সমাবেশে এই দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ডিএনসিসির একটি গাড়ি পানি ছিটানো শুরু করে, যা বিকেলজুড়েই চলতে থাকে। এতে আন্দোলনকারীদের মধ্যে প্রশান্তি ফিরে আসে এবং অনেকে উদ্যোগটির জন্য সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে উপস্থিত থাকতে দেখা যায়। আন্দোলনকারীদের অনেকে মন্তব্য করেন, এই গরমে প্রশাসনের এমন সহায়তা প্রমাণ করে তারা জনগণের পাশে রয়েছে।