শনিবার, ১০ মে, ২০২৫, ১১:৪৪:৫৭

এবার বাংলাদেশীদের জন্য ভিসা চালু করল যে দেশ

এবার বাংলাদেশীদের জন্য ভিসা চালু করল যে দেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালুর ক্ষেত্রে অগ্রগতি হওয়ায় আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে দেশটির পক্ষ থেকে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাবকে স্বাগত জানান তিনি।

সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থানবিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল-নাহিয়ান বুধবার (৭ মে) ৩ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ঝটিকা সফরে ঢাকায় আসেন। এসময় প্রধান উপদেষ্টা আমিরাতকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ নাহায়ান বিন মোবারক আল-নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দলটি বুধবার দুপুরে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
প্রতিনিধিদের মধ্যে ছিলেন, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলি আল-সায়েঘ, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আবদুল রহমান আল হাওয়ি। বৈঠকে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল-হামিদ এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা বাংলাদেশ ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহিয়ান বলেন, আমাদের প্রেসিডেন্টের নির্দেশে আমি এখানে এসেছি সংহতি প্রকাশ করতে এবং বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের কথা তুলে ধরতে। সাম্প্রতিক সময়ে আমাদের দুই সরকার যে বর্ধিত সংলাপের আয়োজন করেছে, আমরা তার প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব ক্ষেত্রে আশ্বস্ত ও সহযোগিতা করতে চাই।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এই সম্পৃক্ততা এবং সমর্থনকে স্বাগত জানাই, আমরা বিভিন্ন শিল্পে বিনিয়োগকেও স্বাগত জানাই। ভিসাব্যবস্থা শিথিল করার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দরজা খোলার জন্য আপনাদের ধন্যবাদ। এখনও কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আশা করি, আমরা একসঙ্গে কাজ করব এবং এই সমস্যাগুলো সমাধান করব।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি দৈনিক ভিত্তিতে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দেওয়া শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসাও ত্বরান্বিত করা হয়েছে। এছাড়াও দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেমটি মানবসম্পদ মন্ত্রণালয় দ্বারা পুনরায় সক্রিয় করা হয়। সাম্প্রতিক সময়ে বিপণন ব্যবস্থাপক, হোটেলকর্মী ইত্যাদির জন্য ভিসা এই রুটের মাধ্যমে জারি করা হয়েছে। তাছাড়া সিকিউরিটি গার্ডদের জন্য পাঁচশ ভিসা ইস্যু করা হয়েছে, তাৎক্ষণিক পাইপলাইনে অনুমোদিত আরও এক হাজার ভিসা দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে