এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জে পিকনিকের লঞ্চে উঠে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় গ্রেফতার জিহাদ হাসানের (২৪) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ মে) মুন্সীগঞ্জ আমলি আদালত-১ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই ইমরান আহমেদ জানান, আসামি জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে। এর আগে রোববার (১১ মে) জিহাদ হাসানের ৭ দিনের রিমান্ডের আবেদন আদালতে উপস্থাপন করা হয়। বিচারক আজ রিমান্ডের আবেদন শুনানির তারিখ ধার্য করেন। এরপর আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত শুক্রবার মুন্সীগঞ্জে যাত্রাবিরতির সময় পিকনিকের লঞ্চে উঠে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, ভাঙচুর, ক্ষতি ও হুমকির অপরাধে প্রেক্ষিতে মুক্তারপুর নৌপুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ মিলন বিশ্বাস বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় জিহাদসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন।
এ ঘটনায় শনিবার (১০ মে) দুপুরে জাহিদকে পুলিশ গ্রেফতার করে।
আদালতের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা জানান, আসামিকে জিজ্ঞসাবাদ করে বাকিদের নাম সংগ্রহসহ প্রকৃত ঘটনা উদঘাটনের জন্যই রিমান্ডের যৌক্তিকতা আদালতে তুলে ধরা হয়।