সোমবার, ১২ মে, ২০২৫, ১০:০৬:০৯

বড় সুখবর কৃষকদের জন্য

বড় সুখবর কৃষকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের কৃষি খাত আমাদের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই দেশের মাটিতে কৃষকরা প্রতিনিয়ত লড়াই করছেন নিজের জীবিকা নির্বাহ এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। 

দিনাজপুরের বিরল উপজেলায় সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত একটি ব্যতিক্রমধর্মী কৃষি ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে।

প্রাইম ব্যাংক এই কর্মসূচির মাধ্যমে সরাসরি ১৫০ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে এবং তাঁদের জন্য একটি প্রশিক্ষণ সেশনও আয়োজন করেছে। এতে মূলত বর্তমান ঋণগ্রহীতা এবং সম্ভাব্য গ্রাহকরা অংশগ্রহণ করেন। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তির ব্যবস্থা করে তাঁদের ফসল উৎপাদনে সহায়তা প্রদান এবং বিশেষ করে ভুট্টা চাষে দক্ষতা বৃদ্ধি। প্রশিক্ষণের নেতৃত্ব দেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোস্তাফিজুর রহমান শাহ্।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম এবং প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (কনজ্যুমার ব্যাংকিং) মো. নাজিম এ. চৌধুরী ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে অধিকাংশ কৃষক এখনও ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন। প্রাইম ব্যাংক এই ব্যবধান দূর করতে চাইছে এমন কার্যক্রমের মাধ্যমে। এটি সরকারের গ্রামীণ উন্নয়ন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এছাড়া প্রাইম ব্যাংকের হেড অব এগ্রি বিজনেস শাহানা পারভীন এবং হেড অব নর্থ রিজিয়ন মো. আবদুল হালিম তাঁদের বক্তব্যে জানান, ভবিষ্যতে আরও অনেক অঞ্চলে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে