এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। কোনো ঘটনায় আবেগবশত সিদ্ধান্ত নিয়েন না।’
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘আন্তর্জাতিক নার্স দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী বলেন, ‘জানি না এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে কিভাবে দেখা হবে।
অথচ এই সেবা অত্যন্ত জরুরি। কেন আমি ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব? কেন তাদের টাকা দিয়ে আসব? তারা প্রতি মুহূর্তে আমাদের নিয়ে নেতিবাচক বয়ান তৈরি করে, অপপ্রচার চালাচ্ছে। তাদের পেছনে যদি আমরা ডলার খরচ না করে, এই টাকাগুলো আমাদের নার্স-ডাক্তারদের পেছনে খরচ করি, তাহলে ভারতে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না।’ তিনি বলেন, ‘ডাক্তারদের লজিস্টিক সাপোর্ট ঠিক করতে পারলে, কেউ ভারতে যেত না।
সেই কাজগুলো অন্তর্বর্তী সরকারকে করা দরকার ছিল। লুটপাট ও পাচার হওয়া টাকার অর্ধেক স্বাস্থ্য খাতে ব্যয় করলে দেশের চিকিৎসা উন্নতি লাভ করত।’
রিজভী বলেন, ‘আমাকে হাসপাতালে যেতে হয়েছে, সেখানে নার্সিংয়ের যে মহিমান্বিত রূপ দেখেছি, যা মনোমুগ্ধকর। তাদের সেবার ভাষা আমি প্রকাশ করতে পারব না।
পৃথিবীতে শ্রেষ্ঠ সেবা, মায়ের সেবা। একজন নার্স মা হিসেবেই দায়িত্ব পালন করেন। কিন্তু আমাদের দেশে নার্সকে সামাজিকভাবে হেয় করা হয়। তাদের প্রতি বৈষম্য দেখানো হয়। শুধু আমাদের দেশেই নয়, দক্ষিণ এশিয়াজুড়ে এ অবস্থা।
নার্সদের আবাসন সুবিধাও নেই। তাদের তিন শিফটে কাজ করতে হয়, কিন্তু তাদের আবাসনের ব্যবস্থা করা হয়নি। নিজের বেতন থেকে বাসা ভাড়া দিতে হয়।’
আলোচনাসভায় আরো বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক হেলেন জেরিন খান, নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহানারা খাতুন প্রমুখ।