ঢাকা : বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
কর্মসূচি অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারি সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
ঘোষিত কর্মসূচি সফল করতে ছাত্রদলের সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নাশকতার ৯ মামলায় গত ২৮ জানুয়ারি আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেণ।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম