এমটিনিউজ২৪ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাবদ সহায়তার জন্য ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনের জন্য অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। এ টাকা ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে দেওয়া হবে। এই বরাদ্দের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকরা ভাতাদি পাওয়ার ক্ষেত্রে আর্থিক নিশ্চয়তা পাবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২১ এপ্রিলের এক স্মারকের ভিত্তিতে এই বরাদ্দ পুনঃউপযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের সই করা এ নির্দেশনায় বলা হয়, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একইসঙ্গে এই অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয়পূর্বক চলতি ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে। যে কোডগুলো থেকে পুনঃউপযোজন করা হয়েছে, সে-কোডগুলো পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুইটি কপি প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অর্থ বিভাগে পাঠাতে হবে।
এ সংক্রান্ত সরকারি আদেশের কপি অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনুলিপি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়েও।