বুধবার, ২১ মে, ২০২৫, ০৬:২৬:০০

সিনিয়র নার্স পদে বড় সুখবর

সিনিয়র নার্স পদে বড় সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ৫১২ জনকে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বিকালে পিএসসির জনসংযোগ কর্মকতা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় দুই বছর চার মাস পর চাকরিপ্রার্থীরা নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেলেন।

এদিকে, নিয়োগের সুপারিশ করে পিএসসি কিছু শর্তজুড়ে দিয়েছে।

তাতে বলা হয়েছে, সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের নিয়োগের আগের নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইয়ের পর তা নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে