নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেলের হিমঘরে স্বামীর মরদেহ, কিন্তু এ খবর জানেন না স্ত্রী সুমাইয়া শুক্রবার সকালে দগ্ধ হবার পর থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের এইচডিইউতে চিকিৎসাধীন আছেন তিন সন্তানের জননী সুমাইয়া।
তার স্বজনরা জানান, সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা সুমাইয়া প্রথম দুদিন স্বামী আর তিন সন্তানের খবর জানতে চাচ্ছিলেন। কিন্তু এখন আর সেই শক্তি নেই। রাতভর শরীরে ক্ষতের জ্বালায় ছটফট করছেন। সকাল থেকেই চুপচাপ। পানির জন্যও অস্থিরতা নেই। দুই সন্তান আর স্বামী চলে গেছেন না ফেরার দেশে। আর কোনোদিন ফিরে আসবে না।
উত্তরায় রান্না ঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহকত্রী সুমাইয়ার অবস্থা সংকটাপন্ন। স্বজনেরা বলছেন, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছেন সুমাইয়া। চিকিৎসকরা জানিয়েছেন, সুমাইয়ার অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের দিনই এক ঘণ্টার কম সময়ের ব্যবধানে তার দুই সন্তান সারলিন ও জায়ানকে হারান সুমাইয়া।
শনিবার ওই দুই সন্তানের মরদেহ যখন বরিশালের নবগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বার্ন ইউনিটে মারা যান সুমাইয়ার স্বামী শাহনেওয়াজ। ওই বার্ন ইউনিটেই মহিলা ওয়ার্ডে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সুমাইয়া।
ঢাকা মেডিকেলের হিমঘর থেকে সকালে শাহনেওয়াজের মরদেহ নেয়া হয় বারডেম হাসপাতালের হিমঘরে। এরই মধ্যে সুমাইয়া-শাহনেওয়াজের বেঁচে যাওয়া একমাত্র সন্তান জারিফকে রাজধানীর সিটি হাসপাতালে ড্রেসিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়।
সুমাইয়াকে নিয়েও দুশ্চিন্তায় আছেন তার স্বজনরা।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম