ঢাকা : সাবেক বিচারপতি খায়রুল হকের পর এবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে গ্রেপ্তারের দাবি জানালেন বিএনপির যুগ্ম-মহাসিচব রুহুল কবির রিজভী ।
তিনি বলেন, আগে উচ্চ আদালতে জামিন হলে আমরা বেরিয়ে আসতাম, কিন্তু এখন জামিন হলেও প্রতিটি মামলায় তিনি (মাহবুব) আপিল করছেন। আগে এমনটি কখনো হতো না। আদালতকে কলুষিত করে গণতন্ত্র হত্যার কাজে সহায়তা করছেন তিনি। তাই তাকে সরিয়ে দিন, না হয় গ্রেপ্তার করে শাস্তি দিন।
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাষ্ট্র কোনো আইনে চলছে না, চলছে এক ব্যক্তির নির্দেশে। দেশে আইনের শাসন থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নন প্রথম রাষ্ট্রদোহ মামলা হতো অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন হাসিনার পোষা ছাগল। নড়া-চড়া করলেই দড়ি ধরে টান দেয়া হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোকারম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেরাণীগঞ্জ দক্ষিণ বিএনপির আহ্ববায়ক হাজী নাজিম উদ্দীন, যুগ্ম-আহ্ববায়ক আহসান উল্লাহ কবির, কেরাণীগঞ্জ দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম-আহ্ববায়ক অর্পনা রায় দাস প্রমুখ।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম