শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:০০:০২

সম্ভাব্য লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

সম্ভাব্য লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে বৃষ্টিপাতের বিস্তৃতি ও পরিমাণ অনেকটা কমেছে আজ শুক্রবার। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রবিবার পর্যন্ত কম বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী সোম অথবা মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই মূলত সোমবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, সম্ভাব্য লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। তবে ঘূর্ণিঝড় হলেও তা শক্তিশালী হওয়ার আশঙ্কা কম।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘রবিবার পর্যন্ত দেশে বৃষ্টি কম থাকতে পারে। আগামী সোম অথবা মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি তা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড় হলেও তা শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। এর প্রভাবে দেশে তখন বৃষ্টি বাড়তে পারে।

এদিকে আগের দিনের তুলনায় দেশে বৃষ্টিপাতের বিস্তৃতি ও পরিমাণ অনেকটা কমেছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৩১টিতে শুক্রবার বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৫২ মিলিমিটার। এ ছাড়া রাজশাহীতে ৩২ মিলিমিটার, চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে ২৪ মিলিমিটার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বাগেরহাটের মোংলায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে