রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০০:৪২

৩০ মার্চ খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের আদেশ

৩০ মার্চ খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের আদেশ

অ্যাড. এমদাদুল হক লাল, আদালত প্রতিনিধি: গাড়িতে পেট্রলবোমা মেরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়  যাত্রীহত্যা সংক্তান্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা  মামলার অভিযোগপত্র গ্রহণের আদেশের জন্য আগামী ৩০ মার্চ  দিন ধার্য করেছেন আদালত।

রোববার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদেশের দিন ধার্য ছিলো। ঢাকা মহানগর দায়রা জজ মো.কাকরুল হোসেন মোল্লা অভিযোগপত্র পর্যালোচনা করে  আদেশ দানের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে। অভিযুক্ত ৩৮ জনের মধ্যে ৭ জন কারাগারে রয়েছেন। অভিযোগত্রটি গ্রহণ করা হলে খালেদা জিয়াসহ পলাতক ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।
গত ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বশির উদ্দিন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত অভিযোগপত্র দাখিল করেন। মামলায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি অভিযোগপত্র দেয়া হয়েছে। এতে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে।আদালতে বেগম খালেদা জিয়াসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। মামলার অভিযোগপএে ৮১ জনকে সাক্ষী করা হয় ।

অভিযুক্ত অন্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক ছাত্রনেত্রা হাবিব-উন-নবী খান সোহেলসহ ৩৮ জন।
গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামে এক যাত্রী। এ ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার এসআই কে এম নুরুজ্জামান। দায়ের করা মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়।এ পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম এজাহরে আসামির তালিকায় উল্লেখ করা না থাকালেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল।
২৮ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে