সোমবার, ২৬ মে, ২০২৫, ০৯:৪৯:০০

বোনাস এক লাফে যত বাড়লো এমপিওভুক্ত শিক্ষকদের

বোনাস এক লাফে যত বাড়লো এমপিওভুক্ত শিক্ষকদের

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদের আগেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপ-সচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক সম্মতিপত্র জারি করা হয়েছে। 

সম্মতিপত্রে চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ বাড়িয়ে মূলত বেতনের ৫০ শতাংশ করা হয়েছে। তবে এ দফায় কর্মচারীরা উপেক্ষিত থাকছেন। তাদের বোনাস বাড়ানো হয়নি।

সম্মতিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) চারটি শর্ত সাপেক্ষে সরকারি অংশের মাসিক মূল বেতনের ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশে নির্ধারণ করা হলো।

চারটি শর্ত হলো:

১. এই ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে।

২. এই ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।

৩. প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এই ভাতা কার্যকর হবে।

৪. প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও জারি করে জিও’র চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের নিমিত্তে পাঠাতে হবে।

এদিকে এমপিওভুক্ত কর্মচারীদের বেতন খুবই কম হওয়ায় আগেই তারা শিক্ষকদের চেয়ে বেশি (৫০ শতাংশ) বোনাস পেতেন। এখনও তারা একই পরিমাণ বোনাস পাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে