এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে প্রতিনিয়ত অনেক জমি ‘খাস’ হয়ে যাচ্ছে—অর্থাৎ রাষ্ট্রের মালিকানায় চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের অসচেতনতা এবং আইনি জটিলতার কারণেই জমির মালিকরা নিজেদের সম্পত্তি হারিয়ে ফেলছেন। সরকারি নথি বিশ্লেষণ করে জানা গেছে, জমি খাস হয়ে যাওয়ার পেছনে রয়েছে বেশ কিছু নির্দিষ্ট কারণ। নিচে সেগুলোর বিস্তারিত তুলে ধরা হলো।
১. খাজনা না দেওয়া:
নির্দিষ্ট সময়ের মধ্যে ভূমি কর বা খাজনা পরিশোধ না করলে সরকার সেই জমিকে খাস হিসেবে ঘোষণা করতে পারে। এটি খাস জমির ক্ষেত্রেই শুধু নয়, সাধারণ জমির ক্ষেত্রেও ঘটছে।