বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ০৪:৪০:০৫

কিছু উপদেষ্টা আমাকে শপথ গ্রহণে বাধা দিচ্ছে: ইশরাক হোসেন

কিছু উপদেষ্টা আমাকে শপথ গ্রহণে বাধা দিচ্ছে: ইশরাক হোসেন

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা ইশরাক হোসেন বলেছেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং প্রশাসনের কিছু কর্মকর্তার পক্ষপাতদুষ্ট আচরণে আমার শপথ গ্রহণে বাধা দেওয়া হয়েছে। তারা কেবলমাত্র আমি বিএনপির মনোনীত প্রার্থী বলেই আমার প্রতি এ বৈষম্য করেছে—এটি আবারও প্রমাণিত হলো।”

তিনি আরও বলেন, “আমরা বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। আমাদের প্রতিটি পদক্ষেপ আইনসম্মতভাবে গ্রহণ করেছি এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। কিন্তু সরকারের কিছু উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তারা প্রকাশ্যেই বৈষম্য করেছে।”

ইশরাক জানান, “নগরবাসী টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন করেছে। ঝড়-বৃষ্টি, রোদ-তাপমাত্রা উপেক্ষা করে এই আন্দোলনের পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষণের মাধ্যমে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি বলেন, “নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরপরই আমার শপথ অনুষ্ঠান হওয়া উচিত ছিল। যেহেতু আপনারা তা করেননি, এখন আদালতের নির্দেশনা অনুযায়ী যত দ্রুত সম্ভব শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে