নিউজ ডেস্ক : দেশের কয়েকটি সংবাদমাধ্যমে "বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবী' যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদের" খবর প্রকাশিত হলে বিদ্রুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমত অবস্থা উক্ত খবরকে গুজব ও বিভ্রান্তিমলূক বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষনেতা সুধাংশু গুহ।
সুধাংশু গুহ তার ফেসবুকে লেখেন, "বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবী' যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদের"-শীর্ষক একটি সংবাদ আমরা মিডিয়ায় দেখেছি। বাংলাদেশ ও প্রবাস থেকে আমরা যথেষ্ট ফোনকল পাচ্ছি। সামাজিক মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখছি। আমি ব্যক্তিগতভাবে অনুমোদিত ঐক্য পরিষদ কমিটির প্রেস-কনফারেন্সে উপস্থিত ছিলাম। এ ধরনের বক্তব্য ঐক্য পরিষদ দেয়নি। এটা যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বক্তব্য নয়। এটা প্রবাসী হিন্দুদেরও কথা নয়। আমরা মনে করি বাংলাদেশের হিন্দুদের বক্তব্ও ওটা নয়। বাংলাদেশের কোন দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠন এমন কথা বলতে পারেন না। ইতিমধ্যে আমার সাথে ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু দত্ত; নয়ন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক স্বপন দাস-সহ গভর্নিং বডির চেয়ারম্যান এটর্নী অশোক কর্মকার; সদস্য সচিব চন্দন সেনগুপ্ত, যুগ্ন-সম্পাদক প্রিয়তোষ দে, ও অন্যান্য নেতাদের কথা হয়েছে, সবাই একবাক্যে আমার সাথে একমত হয়েছেন। ঐক্য পরিষদ এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য ও কর্মসূচি দিচ্ছে।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস