পটুয়াখালী: র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতের নাম মাওলা মৃধা (৩৫)। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
সোমবার ভোরে পটুয়াখালী সদরের হেতালিয়া বাদঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওলা মৃধা পটুয়াখালী শহরের কালিকাপুরের বাসিন্দা।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ফজলুর রহমান বলেন, মাওলা মৃধার বিরুদ্ধে সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। র্যাব তার গুলিবিদ্ধ লাশ পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস