নিউজ ডেস্ক : এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়ে জয় পাওয়ায় টাইগারদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অভূতপূর্ব সাফল্যের কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গর্বিত বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার সকালে দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বাংলাদেশি ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, আমি খুবই আশাবাদী-নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশি টাইগাররা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের সফলতা এবং উত্তরোত্তর আরো বেশি কৃতিত্ব অর্জনে সক্ষম হবে।
তিনি বলেন, সারা দেশের ক্রিকেটপ্রেমীরা টাইগারদের গৌরবময় সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত হয়েছে, তাতে আমিও তাদেরকে নিয়ে গর্ব বোধ করছি।
বেগম জিয়া বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
২৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস