বুধবার, ১৮ জুন, ২০২৫, ০২:৩২:১০

উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত

উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত

এমটিনিউজ২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। এদিকে পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এজন্য পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আগামী পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (১৮ জুন) সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে