মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বাড়ির পাশে জমিতে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। সোমবার সকালে বাড়ির কাজের লোক এটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
জানা গেছে, প্রধান বিচারপতির পাশের বাড়ির অশ্বীনি কুমার সিংহ তার কাজের লোক পবন শব্দকরের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। বিচারপতির ঘরের পেছনে প্রায় ২০০ ফুট দূরে জমিতে ফেলে রাখা গ্যাস সিলিন্ডারের মতো ওই বস্তুটি দেখা যায়।
অশ্বীনি কুমার জানান, তিনি বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মোল্লা মো. শাহীন, কমলগঞ্জ থানার ওসি এনামুল হক, মৌলভীবাজারের এসপি মো. শাহজালাল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন।
এ ব্যাপারে মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মোল্লা মো. শাহীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে বিষয়টি এখনো পুরোপুরি বুঝা যাচ্ছে না। সিলেট থেকে বিশেষ দল আসছে, তারপর নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনাটি কাউকে ফাঁসানোর জন্যই হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস