সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৬:১৯

বাংলাদেশ আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

 বাংলাদেশ আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

ঢাকা : দু'দিনের দ্বিপক্ষীয় সফরে মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  সফরে বাংলাদেশ ও ফিলিস্তিনির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

সফরে তার সঙ্গে একটি বড় প্রতিনিধি দল থাকছে।  কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, তার সফর নিয়ে ঢাকার ফিলিস্তিন দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।  তবে সফরের তারিখ চূড়ান্ত না হলেও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানান, ৭ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বিশেষ বিমানযোগে জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন মাহমুদ আব্বাস।  

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী মাহমুদ আব্বাসকে বিমানবন্দরে স্বাগত জানান।  এসময় তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।  তিনি শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে