ঢাকা : ৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
সোমবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।
বিভিন্ন ক্যাডারে ১ হাজার ২২৬ জন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে ৩৭তম বিসিএসের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩৭তম বিসিএসের জন্য আবেদন করা যাবে ৩১ মার্চ থেকে। আবেদনের শেষ সময় আগামী ২ মে।
বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা।
তিনি জানান, আগামী ৩১ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। শেষ হবে ২ মে।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম