ঢাকা : বিএনপি চেয়ারপারসন পদে দলের মধ্যে খালেদা জিয়ার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
তিনি বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়াই বিএনপির চেয়ারপারসন। এ পদের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যাবে বলে আমরা মনে করি না। তবুও সুযোগ দেয়া হয়েছে।
আজ সোমবার মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওয়ান-ইলেভেন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মেজর হাফিজ বলেন, ওয়ান-ইলেভেন আওয়ামী লীগেরই আন্দোলনের ফসল। তারা প্রসঙ্গটি তুলে মিডিয়া গরম করছে। তারা চায় না গণমাধ্যম নিরপেক্ষ থাকুক।
এ কারণে গণমাধ্যমের ব্যক্তিদের তারা আক্রমণ করছে বলে মন্তব্য করেন তিনি।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম