ঢাকা : চাইনিজ খাবার খেয়ে বিষক্রিয়ায় প্রাণ গেল ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান ওরনি (১৪) ও তার ভাই আলভি আমিনের (৬)।
সোমবার রাত ৮টার দিকে সংজ্ঞাহীন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক।
তিনি জানান, ওরনি ও আলভি আমিনের বাবা-মায় রামপুরা বনশ্রীর বি-ব্লকের, ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসায় ভাড়া থাকেন। তাদের বাবার নাম আমানুল্লাহ আমান। তাদের গ্রামের বাড়ি জামালপুরের নয়াপাড়ায়।
ওরনির মা মাহফুজা বেগম সাংবাদিকদের জানান, গত রাতে তারা বনশ্রী এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে রাতের খাবার খান। সে সময় কিছু খাবার বেশি হলে সেগুলো বাসায় নিয়ে ফ্রিজে রেখে দেয়া হয়। আজ দুপুরে ওরনি ও আলভি বাসায় ফিরে ওই খাবার খায়। এর কিছুক্ষণ পরই তারা ঘুমিয়ে পড়ে।
সন্ধ্যা হয়ে গেলেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে তিনি দেখেন, তারা দু’জনই ঘুমিয়ে আছে। অনেক ডাকাডাকি করেও তাদের ঘুম ভাঙাতে না পেরে আশেপাশের লোকজনকে ডাকেন। প্রতিবেশীরা এসে দু’জনকে প্রথমে স্থানীয় একটি মেডিকেলে নিয়ে যায়। অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৮টার দিকে তাদের ঢামেকে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের দেখে মৃত ঘোষণা করেন।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসক মশিউর আলম জানান, খাবারের বিষক্রিয়া থেকেই তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম