নিউজ ডেস্ক : অনুমতি ছাড়া বাংলাদেশের আকাশে কোনো বিদেশি বিমান ঢুকলেই সর্বোচ্চ সাত বছর জেল অথবা দুই কোটি টাকা জরিমানা। এ ধরনের বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়। তবে আইনটিতে আরো পর্যবেক্ষণ, সংযোজন বিয়োজনের নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান। তিনি জানান, একইভাবে কেউ বাংলাদেশে বিপজ্জনক অবস্থায় বিমান পরিচালনার দোষে দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ পাঁচ বছর জেল ও ন্যূনতম এক কোটি টাকা জরিমানা গুনতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, বেসামরিক বিমান চলাচল আইন ২০১৬ পুরনো আইনের প্রতিস্থাপন। ১৯৬০ সালে যে আইনটি ছিল, সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স ১৯৬০ কে পুনর্বিন্যাস করে নতুন করে ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৬’ নামে করা হয়েছে। প্রাথমিক অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হলে মন্ত্রিসভা এটাকে পুনর্বিন্যস্ত করে আরো সংযোজন-বিয়োজন করার জন্য নির্দেশনা দিয়ে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন এই আইনটি করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
শফিউল আলম বলেন, নতুন আইনটিতে কিছুসংখ্যক বিধান সংযুক্ত করা হয়েছে। বিশেষ করে ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তা নিয়োগের বিধান। বিমান দুর্ঘটনার শিকার ব্যক্তি এবং তার পরিবারকে সহায়তা দান, বেসামরিক বিমান হিসেবে রাষ্ট্রীয় বিমানের ব্যবহার, বেসামরিক বিমান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য বেআইনি আচরণের বিরুদ্ধে নিরাপত্তা প্রদান ইত্যাদি।
সচিব বলেন, নতুন আইনে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সার্টিফিকেট ব্যতীত বা সনদের শর্ত লঙ্ঘন করে বিমান পরিচালনা, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন, বিমান সংস্থা পরিচালনা, স্কুল বা রক্ষণাবেক্ষণ সংস্থা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারির একটি ধারা সংযোজন করা হয়েছে।
তিনি বলেন, বিদেশি কোনো রাষ্ট্র থেকে কোনো বিমান লিজের মাধ্যমে বাংলাদেশে আনা হলে অথবা বাংলাদেশ থেকে কোনো বিমান লিজের মাধ্যমে অন্যকোনো বিদেশি রাষ্ট্রে বিমান সংস্থা কর্তৃক ব্যবহৃত হলে ওই বিমানের সেফটি ওভারসাইট রেসপনসিবিলিটি কোন রাষ্ট্রের আওতাভুক্ত থাকবে বিষয়টি নিশ্চিত করতে সেফটি ওভারসাইট রেসপনসিবিলিটি বিনিময় বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি করা আইসিএও’র বিধান অনুসারে অত্যাবশ্যক। বিষয়টি নিশ্চিত করতে একটি নতুন বিধান সংযোজন করা হয়েছে বলে জানান তিনি।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম